Notice


Notice

See more


About Us

Why We Are Better

অভিজ্ঞ শিক্ষকমঙ্ডলী দ্বারা পরিচালিত আমাদের দুর্গাপুর দারুল উলুম দাখিল মাদ্রাসাটি ১৯৯৫ সালে থেকে শুরু করে আজ অবধি অত্যন্ত সুনামের সহিত শিক্ষা প্রদান করে আসছে। আমাদের দেশে জাতীয় পর্যায়ে দু’ধরনের শিক্ষা ধারা চালু আছে। প্রথমত সাধারণ শিক্ষা, দ্বিতীয়ত মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা হল নীতি-নৈতিকতা ও দ্বীন-দুনিয়া উভয়ের সমন্বিত একটি সার্বজনীন শিক্ষা।

মাদ্রাসা শিক্ষার শুরু
“পড় তোমার প্রভুর নামে” মানব জাতির উদ্দেশে আল্লাহ পাকের প্রথম আদেশ পড়, এর মাধ্যমে ইসলামে জ্ঞানার্জনের গুরুত্ব কত অপরিসীম তা সহজে অনুমেয়। আর পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মহানবী (স.) এর বাণী “জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরয” দ্বারা এই গুরুত্বের প্রতি আরো জোর দেয়া হয়েছে। মূলত ইসলামী শিক্ষার প্রথম সূচনাগার হল মক্কা। মহানবী (স.) জাবালে আবু কুবাইসের পাদদেশে হযরত আরকাম বিন আবিল আরকাম এর বাড়িতে সাহাবাগণকে দ্বীনের শিক্ষা দানের মাধ্যমে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রথা চালু করেন।
রাসূলুল্লাহ (স.) থেকে সাহাবা
রাসূলুল্লাহ (স.) এর জীবনকালে পবিত্র কোরআনের ব্যাখ্যাসহ তাঁর বাণী, সম্পাদিত কাজ ও অন্যের কাজের অনুমোদন ইত্যাদি পরবর্তীতে ইসলামী শিক্ষার পাঠ্যক্রম বা কারিকুলামের বিষয়বস্তু হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল। রাসূলুল্লাহ (স.) এর ওফাতের পর তাঁর সাহাবাগণ ইসলামের দাওয়াত নিয়ে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েন। খোলাফায়ে রাশেদীনের যুগে মহানবী (সঃ) এর শিক্ষা কর্মসূচি অপরিবর্তিতভাবে সম্প্রসারিত হতে থাকে।

Learn More About Us From Video

বাংলাদেশে বর্তমানে চার ধরনের মাদরাসা প্রচলিত। আলিয়া, কওমী, হাফেজী ও ফুরকানিয়া বা ইবতেদায়ী মাদরাসা। এর মধ্যে আলিয়া মাদরাসা হলো সরকারি অনুমতিপ্রাপ্ত ও বেতনভুক্ত। যেখানে কুরআন, হাদীস, ফিক্্হ, আকাঈদ, আরবী ভাষা ও সাহিত্যসহ ইসলামের মৌলিক বিষয়াদির পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান, কৃষি, কম্পিউটার, কারিগরি প্রভৃতি বিষয় শেখানো হয়। এক কথায় মাদরাসাশিক্ষা হলো ‘টু ইন ওয়ান’ একের ভেতর দু’ধারার শিক্ষাব্যবস্থা। যেখানে ইহলৌকিক ও পারলৌকিক উভয় জগতের জ্ঞান লাভ হয়। এ আলিয়া মাদরাসার ইতিহাস অতি প্রাচীন।


Watch More

জাতীয় সংগীত


স্বাধীনতার সূবর্ণজয়ন্তী


জরুরি হটলাইন নাম্বার


In Google Map



Get In Touch With Us

Drop your email here to get latest updates from us.